বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিহত সেনাদের নিয়ে মন্তব্যের খবরে তোপে ট্রাম্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে নিহত দেশটির সেনাদের 'লুজারস' (অভাগা) ও 'সাকারস' (সহজেই ঠকানো যায় এমন) বলেছেন বলে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর জেরে তীব্র সমালোচনায় পড়েছেন তিনি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিক সর্বপ্রথম ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। পরবর্তী সময়ে এ নিয়ে প্রতিবেদন ছাপে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ফক্স নিউজ। তবে ট্রাম্প এ ধরনের মন্তব্য করেননি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ও তার সহযোগীরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্তব্যের খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্পকে একহাত নিয়েছেন সাবেক সেনাদের বিভিন্ন সংগঠন। সাবেক সেনাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ভোটভেটস সন্তান হারানো বিভিন্ন পরিবারের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে সন্তান হারানো এক পরিবারের সদস্য ট্রাম্পের উদ্দেশে বলেন, 'আত্মত্যাগের মহিমা আপনি বোঝেন না।' 

ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করা পল রিকহফ এক টুইটে বলেন, 'এতে (প্রতিবেদনে উল্লেখিত ট্রাম্পের মন্তব্য) কারা আসলে বিস্মিত?'

বিশ্লেষকদের মতে,  নিহত সেনাদের নিয়ে মন্তব্য আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয় দফায় জিততে হলে সামরিক বাহিনীর ভোটারদের সমর্থন দরকার রিপাবলিকান প্রেসিডেন্টের। 

কী আছে প্রতিবেদনে

আটলান্টিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে যুক্তরাষ্ট্রের একটি সমাধিক্ষেত্রে সফর বাতিল করেন ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেন, এই সমাধিক্ষেত্র 'অভাগায় পরিপূর্ণ'।

মন্তব্যের সঙ্গে পরিচিত চারটি সূত্র দ্য আটলান্টিককে জানায়,  ট্রাম্প মনে করেছেন, ফ্রান্সের সমাধিক্ষেত্রে  গেলে তার চুল অবিন্যস্ত হয়ে যাবে। এ কারণে সেখানে যাননি তিনি। এ ছাড়া যুদ্ধে নিহত সেনাদের সম্মান জানানোটা তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি।

এ বিভাগের আরো খবর