দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ সময়ে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৪৮০ জন।
করোনা শনাক্তের বিবেচনায় রোববার মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার ২২৩ জনের নমুুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে রোববার ২১ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। শনিবারের চেয়ে রোববার শনাক্তের হার দশমিক ৯ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২২ জনের নমুনা পরীক্ষায় ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। শনিবার সুস্থ হয়েছিলেন ১০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন। রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।