বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫ মিনিটে বৃদ্ধাকে দুবার টিকা  

  •    
  • ১২ আগস্ট, ২০২১ ২০:৩৪

বেলা ১১টার দিকে শেখ সায়রা খাতুন মেডিক্যাল কলেজের টিকা কেন্দ্রে লাইনে দাঁড়ান মমতাজ বেগম। পৌনে ১২টায় টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় একজন নার্স তাকে টিকা দেন। কিছুক্ষণ পরই তাকে আবারও টিকা দেন আরেক নার্স।

গোপালগঞ্জে ৫ মিনিটের ব্যবধানে ষাটোর্ধ্ব এক নারীকে করোনার দুই ডোজ টিকা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জেলা সদরের শেখ সায়রা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দুই ডোজ টিকা নেয়া ওই বৃদ্ধার নাম মমতাজ বেগম। ৬৫ বছর বয়সী মমতাজ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস রোডের বাসিন্দা।

জানা যায়, বেলা ১১টার দিকে শেখ সায়রা খাতুন মেডিক্যাল কলেজের টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ান মমতাজ বেগম। পৌনে ১২টায় টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে যান। এ সময় এক নার্স তাকে টিকা দেন। এর কিছুক্ষণ পরই তাকে আবারও টিকা দেন আরেক নার্স।

মমতাজ বেগম বলেন, ‘আমার আগে আরও চারজন নারী ছিল। তাদের টিকা দেয়ার পর একজন নার্স এসে আমাকে টিকা দেয়। টিকা দেয়ার পর একটু মাথা ঘুরছিল ব‌লে আমি ওই কক্ষের বেঞ্চে টিকার স্থান ছেড়ে বসে থাকি। মিনিট পাঁচেক পর অন্য একজন নার্স এসে আমাকে বলে তাড়াতাড়ি হাত সরান। এই বলে আরও একটা টিকা দিল।’

মমতাজ বেগম আরও জানান, ‘আমি তাকে জানিয়েছিলাম যে টিকা নিয়েছি। আমি তো একটু আগে একবার টিকা নিয়েছি, এবার কি দুইটা নিতে হবে?’

এই প্রশ্নের জবাবে একজন নার্স বলেন, ‘আপনাকে আজ টিকা দিয়েছিলাম নাকি?’

মমতাজ বেগম বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকাকেন্দ্রে আসছি। নার্স তাড়াহুড়া করে দিয়ে দিলেন। আমি ব্যথার জন্য হাত দিয়ে চেপে ধরে বলছিলাম, এইবার কি দুটো (টিকা) করে নিতে হবে? বলার পরও দিয়ে দিল।’

এ বিষয়ে টিকাকেন্দ্রের নার্সের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।

গোপালগঞ্জের সি‌ভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ‘দুইবার টিকা দেয়ার বিষয়টা শুনেছি। আমি সদরে ছিলাম না, মুকসুদপুর উপজেলায় গিয়েছিলাম। এ বিষয়ে অফিসের চিকিৎসক সাকিবুর রহমান বলতে পারবেন।’

সিভিল সার্জন অফিসের চিকিৎসক সাকিবুর রহমান বলেন, ‘আমি জানার পর টিকা গ্রহণকারীকে ডেকেছিলাম। মনে হয়েছে তাকে দুটি দেয়া হয়ে‌ছে। আমি ওই নার্সকে ডেকে তার কাছে জানলাম।

‘নার্স জানান, টিকা গ্রহণকারী প্রথম টিকা নেয়ার পর হাত বের করে বেঞ্চে বসেছিলেন। তাই মনে হয়েছিল তিনি টিকা নেবেন। দ্বিতীয়বার দিতে গেলে ওই নারী যখন বলেন, আমি একটা নিয়েছি তখন আর টিকা দেয়া হয়নি। শুধু সুইয়ের খোঁচা লেগেছে। তারপরও আমি তাকে আমার মোবাইল নম্বর দিয়েছি। কোনো সমস্যা হলে ফোন করতে বলেছি।’

এ বিভাগের আরো খবর