করোনায় রাজশাহী ও ময়মনসিংহ মেডিক্যালে এক দিনে ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত ১৮ জনের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১২ জন মারা যান।
এ নিয়ে চলতি মাসের ৭ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেছেন ১২৮ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪৫ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬৫ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ৩, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ায় ১ জন করে মারা গেছেন। তাদের মধ্যে ৮ জন নারী এবং ১০ জন পুরুষ।
তিনি আরও জানান, মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ২, ত্রিশোর্ধ্ব ৩ ও বিশোর্ধ্ব ১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। শনিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৫ জন।
এর মধ্যে ২১২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৩ জন। এ ছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৭০ জন।
এদিকে, সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীর ৮৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৮ ভাগ।
ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১২ জনের মধ্যে ৭ জন করোনা শনাক্ত ও ৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে ৪ জন নারী ও ৮ জন পুরুষ।
হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন রোববার সকাল সোয়া ৯টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৯ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।
হাসপাতালে এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ রোগী। এ সময়ের মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় ২৮০ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২৬ জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।