রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে বিভিন্ন সময়ে মারা যান তারা।
এদের মধ্যে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন, করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাকি ২ জনের।
এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের এ ইউনিটে মারা যান ১৭ জন।
এ নিয়ে চলতি মাসের ৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা ৯৮-তে পৌঁছেছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে ৩৫ জন, উপসর্গ নিয়ে ৫০ জন এবং করোনা-পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোর ও পাবনার ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার ১ জন করে। মৃত ১৫ জনের মধ্যে ৮ নারী ও ৭ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, পঞ্চাশোর্ধ্ব ৩, চল্লিশোর্ধ্ব ১ ও ত্রিশোর্ধ্ব রয়েছেন ২ জন। এ ছাড়া বিশোর্ধ্ব ২ জন।
হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৩ জন।
এর মধ্যে ১৮২ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪২ জন। এ ছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৯ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাজশাহীতে ১ হাজার ৩২টি নমুনা পরীক্ষায় ২১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৩ ভাগ।