ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়। ১৪ জনের মৃত্যু হয় উপসর্গ নিয়ে। তাদের মধ্যে ৮ নারী ও ২২ জন পুরুষ।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে ৫২৫ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ৩৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি ২৩ জন।
এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ রোগী। এ সময়ের মধ্যে ৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।