যৌনসঙ্গমের সময় উল্লম্বভাবে ছিঁড়ে গেছে যুক্তরাজ্যের এক পুরুষের যৌনাঙ্গের পেশি। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এভাবে পেশি ছেঁড়ার ঘটনা নথিবদ্ধ হওয়া এটিই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সঙ্গমের সময় পুরুষের যৌনাঙ্গের পেশি ছেঁড়া বিরল নয়। কিন্তু এর আগে নথিবদ্ধ প্রতিটি ক্ষেত্রেই পেশি ছিঁড়েছিল অনুভূমিক বা আড়াআড়িভাবে। এবারই প্রথম উল্লম্বভাবে বা লম্বালম্বি পেশি ছেঁড়ার ঘটনা চিকিৎসকদের সামনে এলো।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ৪০ বছরের ওই ব্রিটিশ নাগরিক সঙ্গমকালে হঠাৎ সামান্য ব্যথা অনুভব করেন। চিকিৎসকদের জানালে তারা বেশ কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। আর তাতেই ধরা পড়ে এই বিরল সমস্যা।
পুরুষের যৌনাঙ্গে কোনো হাড় থাকে না। এর পুরোটাই পেশি। সাধারণত পেশি ছেঁড়ার ধরন যেমন হয়, এ ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। আগে জানতে পারা সব ক্ষেত্রে পেশি ছিঁড়েছিল অনুভূমিকভাবে। তবে পাশাপাশি তিনটি উল্লম্ব পেশি ছিঁড়েছে ব্রিটিশ ওই নাগরিকের।
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রথম ঘটা বিষয়টি অবশ্য খুব মারাত্মক আকার নেয়নি। ছোট অস্ত্রোপচার করেই তাকেই সুস্থ করা ফেলা হয়েছে। ছয় মাসের মধ্যেই তিনি আবার আগের মতো যৌনসম্পর্কে জড়াতে পারবেন বলে আশা চিকিৎসকদের।
পুরুষের যৌনাঙ্গের সমস্যার ক্ষেত্রে আরও সচেতনতা দরকার জানিয়ে চিকিৎসকরা বলেন, লজ্জা বা কুণ্ঠার কারণে অনেকেই এই সমস্যার কথা চেপে যান। কিন্তু তাতে ভয়ংকর বিপদও হতে পারে।