বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনবল নেই, রাজশাহীর পিসিআর যাচ্ছে খুলনায়

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ২২:০০

করোনা পরীক্ষার চাহিদা বিবেচনায় দেশের বিভিন্ন এলাকায় নতুন করে পিসিআর মেশিন পাঠাচ্ছে সরকার। রাজশাহী মেডিক্যাল কলেজের জন্য বরাদ্দ হয়েছে নতুন একটি পিসিআর। কিন্তু জনবল সংকটের কথা বলে সেটি নিতে চাইছে না কর্তৃপক্ষ।

করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে একটি নতুন পিসিআর মেশিন বরাদ্দ হলেও সেটি নিতে আগ্রহ নেই কলেজ কর্তৃপক্ষের। প্রয়োজনীয় জনবল না থাকার কথা বলে মেশিনটি তারা নিতে চাচ্ছে না। এ অবস্থায় মেশিনটি রাজশাহী থেকে চলে যেতে পারে খুলনায়।

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিন বরাদ্দের বিষয়টি আলোচিত হয়। মেশিনটি স্থাপনের দায়িত্ব গণপূর্ত বিভাগের। তারা রাজশাহী মেডিক্যাল কলেজে এটি স্থাপনের জন্য উদ্যোগ নিলেও কলেজ কর্তৃপক্ষ এজন্য জায়গা নির্ধারণ করে দেয়নি। মেশিনটি নেয়ার বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘রাজশাহী বিভাগের জন্য নতুন তিনটি পিসিআর মেশিন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একটি পাবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। অপর দুটি যাবে পাবনা ও বগুড়া মেডিক্যালে।

‘এখন এইসব মেশিন বসানোর জন্য জায়গা নির্ধারণ এবং তার প্রয়োজনীয় কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। পিসিআর মেশিনগুলো বর্তমানে চালু মেশিন থেকে অন্তত দ্বিগুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে। এটি হলে টেস্ট বাড়বে। আমাদের আর ছোটাছুটি করতে হবে না।’

তিনি জানান, পাবনা ও বগুড়ায় এরইমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তবে রাজশাহী মেডিক্যাল কলেজ এটির জায়গা নির্ধারণ করে দেয়নি। এটি রাজশাহীর অন্য কোথাও বসানোর সুযোগ নেই। তারা না নিলে এটি অন্য কোন জেলায় চলে যাবে।

রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘আমাদের এখানে বর্তমানে দুটি মেশিন চলে। এজন্য যে লোকবল দরকার তারই সংকট আছে। নতুন আরেকটি মেশিন চালানোর জন্য জনবল নেই। শুধু মেশিন দিলে তো আমরা চালাতে পারবো না। তখন এটি পড়ে থাকবে। সম্ভবত এই পিসিআরটি খুলনায় পাঠিয়ে দেয়া হতে পারে। সেখানে পিসিআর মেশিন নেই।’

এ বিভাগের আরো খবর