নিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনকে সংক্রমিত করার অভিযোগে স্পেনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়েছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি কাশি এবং শরীরে ১০৪ ফারেনহাইটের বেশি তাপমাত্রা নিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং জিমে যেতেন।
করোনা উপসর্গ নিয়েই ঘোরাফেরা করতেন কর্মস্থল মায়োর্কা এলাকায়। সহকর্মীদের আক্রান্ত করার উদ্দেশ্যে মাস্ক ছাড়াই কথা বলতেন, কাশি দিতেন।
এসবের পর তার পাঁচজন সহকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণ পাওয়া যায় জিমে তিন সতীর্থের মাঝেও। এ ছাড়া ওই ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে ১৪ জন করোনায় আক্রান্ত হন, যাদের মধ্যে এক বছর বয়সী তিন শিশু রয়েছে।
স্প্যানিশ পুলিশ শনিবার এক বিবৃতিতে জানায়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তির মধ্যে কয়েক দিন ধরেই করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু তিনি হোম অফিস করতে চাচ্ছিলেন না।
একদিন সন্ধ্যায় পিসিআর টেস্টের জন্য নমুনা দিয়ে রিপোর্ট হাতে না পেয়েই আবার তার কর্মস্থলে চলে যান, জিমেও যান। সহকর্মীরা তাকে বাসায় যেতে বললেও তিনি যাননি। উল্টো মাস্ক খুলে কাশি দিয়ে বলেন: ‘আমি আপনাদের সবাইকে করোনাভাইরাসে আক্রান্ত করব।’
পরে পিসিআর টেস্টের রিপোর্টে দেখা যায়, ওই ব্যক্তি করোনায় পজিটিভ। করোনার লক্ষণ নিয়ে যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে অন্তত ২২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। অবশ্য কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।