বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুস্থ আছেন খালেদা, চেয়েছেন দেশবাসীর দোয়া

  •    
  • ১৪ এপ্রিল, ২০২১ ২০:৫৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানিয়ে তার বোন সেলিমা ইসলাম বলেন, ‘যতটুকু পারছি ফোনেই যোগাযোগ করছি। এ সময়টায় তার কাছে যাওয়াটাও বিপদ। সেটা সবার জন্যই। ডাক্তার যা বললেন, আর আমিও যা জানলাম তাতে উনি সুস্থই আছেন। তাও যততা সম্ভব সাবধানতা অবলম্বন করায় ভালো।’

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘সুস্থই’ আছেন। তার সময় কাটছে ইবাদত-বন্দেগি করে; চেয়েছেন দেশবাসীর দোয়া।

বিএনপি নেত্রীর সঙ্গে ফোনালাপের পর বুধবার নিউজবাংলাকে এসব কথা বলেন তার বোন সেলিমা ইসলাম।

নিউজবাংলাকে তিনি বলেন, যতটুকু পারছি ফোনেই যোগাযোগ করছি। এ সময়টায় তার কাছে যাওয়াটাও বিপদ। সেটা সবার জন্যই। ডাক্তার যা বললেন, আর আমিও যা জানলাম তাতে উনি সুস্থই আছেন। তাও যততা সম্ভব সাবধানতা অবলম্বন করায় ভালো।

‘বারবার তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পবিত্র মাস শুরু হলো সবাই তার জন্য দোয়া করবেন। মানসিকভাবে তিনি এখনও স্ট্যাবল। বলেছেন দুশ্চিন্তা না করতে।’

কীভাবে খালেদা জিয়ার সময় কাটছে, এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, ‘রমজান মাস বুঝতেই পারেন। এখন কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহরিমা, দোয়া দরুদ, নামাজ পড়ে সময় কাটছে তার।’

খালেদা জিয়ার জন্য তার ছোট ভাইয়ের বাসা থেকে ইফতারি পাঠানো হয়েছে বলেও জানান সেলিমা।

করোনা আাক্রান্ত হওয়ার পর আত্বীয়-স্বজন কেউ খালেদার বাসায় আসছেন না। তবে টেলিফোনে কথা হচ্ছে নিয়মিত। খাবার পাঠানো হয় ভাইদের বাসা থেকে।

গত রোববার খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত তার বাসার অন্তত ৯ জন। গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছে বিএনপি নেত্রীর।

করোনায় আক্রান্ত হলেও বিএনপি থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো উপসর্গ নেই। তার চিকিৎসার তদারকিতে রয়েছেন লন্ডনে অবস্থানরত তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও। রয়েছেন বিভিন্ন দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।

এ ছাড়া, নিয়মিতই তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো আল মামুন ফিরোজায় গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার গুলো মনিটরিং করছেন এবং সেগুলোর রিপোর্ট চিকিৎসক টিমের প্রধানকে অবহিত করা হচ্ছে।

চিকিৎসক টিমের সদস্যরা জুমে বৈঠক করে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন।

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়।

২০০৮ সালের ৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদার। পরে উচ্চ আদালত সাজা বাড়িয়ে করে ১০ বছর। ওই বছরই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পর বিএনপি নেত্রীকে দেশের বাইরে না যাওয়া ও বাড়িতে বসে চিকিৎসা নেয়ার শর্তে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করিয়ে মুক্তি দেয়া হয়। এরপর দুই দফা বাড়ানো হয় দণ্ড স্থগিতের মেয়াদ।

সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের রোগ আছে বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।

এ বিভাগের আরো খবর