জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান জানান, স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শনিবার দাফন করা হবে।
মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মৃত আবদুর রব বেপারী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ নিউজবাংলাকে জানান, ২৯ মার্চ করোনা পরীক্ষার জন্য আবদুর রব বেপারীর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার তার ফল পজিটিভ আসে। এরপর তাকে শের-ই বাংলা মেডিক্যালে নেয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান জানান, স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শনিবার দাফন করা হবে।
এখন পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।