দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৬১৪ জনের শরীরে। মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জনে।
২৪ ঘণ্টায় ২১৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৭৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।
গত একদিনে সুস্থ হয়েছে ৯৩৬ জন। এ নিয়ে সুস্থ হলেন চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচ জনের মধ্যে পুরুষ চার জন, একজন নারী। বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব পাঁচজন। বিভাগ অনুযায়ী ঢাকাতে তিনজন ও চট্টগ্রাম দুই মৃত্যু হয়েছে। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১২ মাস চলছে।