দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪১৬ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫৮৫ জনের দেহে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার ৮০১ জন।
গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে অ্যান্টিজেনসহ ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৭৩ জন। এ নিয়ে সুস্থ হলেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে পুরুষ চার ও নারী চারজন। বয়স বিবেচনায় চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চশোর্ধ্ব তিন ও ষাটোর্ধ্ব তিন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় চার ও চট্টগ্রামে চার মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন সংক্রমণের ১২তম মাস চলছে।