দেশে নতুন করে করোনায় আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল সাত। এক দিনের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে ১১।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৭৪ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৯৯ জনের দেহে। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ১১৬।
গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১২ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২৮ জন। এ নিয়ে সুস্থ হলেন চার লাখ ৯২ হাজার ৮৮৭ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ ও আটজন নারী। বয়স বিবেচনায় বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব দুই ও ষাটোর্ধ্ব ১০ জন।
২৪ ঘণ্টায় ঢাকায় ১২, রাজশাহীতে দুই, চট্টগ্রামে দুই, খুলনায় এক ও রংপুর বিভাগে একজন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১৬ জন, আর বাড়িতে মারা গেছেন দুইজন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। এখন দেশে সংক্রমণের ১১ মাস চলছে।