দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও আট জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে ৪০৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবে ১৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৮৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৩৬ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন চার লাখ ৯০ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ছয় জন পুরুষ ও দুই জন নারী। বয়স বিবেচনায় তাদের মধ্যে বিশোর্ধ্ব এক, চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব দুই ও ষাটোর্ধ্ব চার জন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় চার, চট্টগ্রামে তিন, রাজশাহীতে এক জনের মৃত্যু হয়। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।