বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিকা নিয়ে উচ্ছ্বসিত জিওসি

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৫৯

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা টিকা নেন।

সারা দেশে করোনাভাইরাস টিকাদানের প্রথম দিনে রোববার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক টিকা নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সকাল সাড়ে নয়টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জিওসি ।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা টিকা নেন। আজ মোট ১০০ জনকে টিকা দেওয়া হবে।

টিকা গ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান মেজর জেনারেল শাহিনুল হক।

তিনি বলেন, ‘গত একটা বছর আমরা সকলে দেখেছি আমরা কীভাবে সাফার করেছি সারা দেশের জনগণ ও আমরা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য। ফ্রন্টলাইনের যোদ্ধা যারা আছেন ডাক্তার-নার্স এবং অন্যরা। আজ বাংলাদেশে বসে সারা বিশ্বের সাথে ভ্যাকসিন নিতে পারাটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি প্রত্যাশা করি, আমরা প্রত্যেকেই এই মহামারি থেকে মুক্তি পাব।’

টিকা নিয়ে জনমনে ভীতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা সব সময়ই আমাদের যে ডাক্তার ও অথরিটি আছে তাদের ওপর ভরসা করে আমাদের যাবতীয় কার্যক্রম নিশ্চিন্ত মনে করে এসেছি। এখনো তাদের ওপর আমাদের বিশ্বাস আছে এবং এখানে ভয়ের কিছুই নেই।’

সেনাবাহিনীর জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক কি না, এমন প্রশ্নে জিওসি বলেন, ‘এটা এখনো বাধ্যতামূলক না। আমাদের এখানে যে প্রায়োরিটি নির্ধারণ করা হয়েছে, আমরা সেই প্রায়োরিটিতে দিচ্ছি। আমরা প্রাপ্তি সাপেক্ষে সবাইকে দেয়ার চেষ্টা করব।’

এদিকে বেলা সাড়ে ১১টা থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এ বিভাগের আরো খবর