প্রথমবারের মতো কক্সবাজারে দিনব্যাপী ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা। এতে জনপ্রতি খরচ হবে ১০ হাজার ৯৯৯ টাকা।
ইউএস বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই উদ্যোগে ইউএস-বাংলার সঙ্গে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে আবাসিক হোটেল গ্রেস কক্স স্মার্ট হোটেল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত এই প্যাকেজের জন্য ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে বিকেল ৫টা ০৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
ডে-ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা রিটার্ন এয়ার টিকিট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াতের ব্যবস্থা, সকালের নাশতা ও দুপুরের খাবার।
এ ছাড়া ন্যূনতম ১১,২৯০ টাকায় দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজ রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের।