ঢাকা থেকে কক্সবাজার রুটে দৈনিক চারটি ফ্লাইট বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। শুক্রবার থেকে এই গন্তব্যে দৈনিক ছয়টি করে ফ্লাইট চালাবে এয়ারলাইনসটি।
করোনা সংক্রমণের বিভিন্ন বিধিনিষেধের কারণে এই রুটে দৈনিক দুটি করে ফ্লাইট চালিয়ে আসছিল নভোএয়ার। বৃহস্পতিবার থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় কক্সবাজারে ফ্লাইটে আসন চাহিদা বৃদ্ধি পেয়েছি কয়েকগুণ। এজন্য তারা ফ্লাইট সংখ্যাও বাড়িয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ২০ আগস্ট থেকে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায়, সকাল সাড়ে ৯টায়, দুপুর ১২ টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩টা এবং বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজারের লক্ষ্যে ছেড়ে যাবে।
একইভাবে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিটে, সকাল ১১টা ৫ মিনিটে, দুপুর ১টা ৩৫ মিনিটে, বিকেল ৩টা ৫ মিনিটে, বিকাল ৪টা ৩৫ মিনিটে এবং বিকাল ৫টা ৫৫ মিনিটে ঢাকার লক্ষ্যে ছেড়ে আসবে।
কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য প্যাকেজও ঘোষণা করেছে এয়ারলাইনসটি। ১ হাজার ৯০০ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে থাকবে দুই রাত হোটেলে থাকা, ফ্লাইট ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের শীর্ষ ৮টি হোটেলে দেশের ২০টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের কিস্তিতে এই প্যাকেজে কক্সবাজারে ভ্রমণ করা যাবে।