দেশে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি, খাগড়াছড়ির ও বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে রাঙ্গামাটির জেলা প্রশাসন সম্মেলনকক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টায় এক জরুরি সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ১ এপ্রিল থেকে ১৪ দিন জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেন।
সভায় জানানো হয়, করোনা সংক্রমণ রোধে শহরের সব হোটেল-রেস্তোরাঁয় ধারণক্ষমতার ৫০ ভাগ মানুষ প্রবেশ করতে পারবে।
প্রতিদিন রাত ৮টার পর শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা হিসেবে ওষুধের দোকান খোলা থাকবে।
সোমবার সরকারের জারি করা ১৮ দফা নির্দেশনা মেনে স্বাস্থ্যবিভাগ কাজ করবে বলে জানান রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকালপার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানান, রাঙ্গামাটিতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। জেলায় এখন ৫১ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের ভেরিফাইড ফেইসবুক পেইজেও বুধবার একইভাবে আগামী ১৪ দিনের জন্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
এর আগে জেলা প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ সীমিত আকারে করা, বাড়ি থেকে বের হলে মাস্ক পরা বাধ্যতামুলক সহ আরো কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
এদিকে ১ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল র্পযন্ত জেলার অর্ধশত পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন নিউজবাংলাকে জানান, দুই সপ্তাহের জন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের না আসার জন্য একান্তভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। এ জেলায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও সীমিত আকারে করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গত এক বছরে বান্দরবানে ৯১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ জন।