বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালু হলো চট্টগ্রাম-সিলেট সরাসরি ফ্লাইট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মার্চ, ২০২১ ১৭:২৩

ফ্লাইট চালুর ফলে মাত্র এক ঘণ্টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছানো যাবে। কর্তৃপক্ষ জানায়, এই রুটে নিয়মিত বিমান চলবে দুইদিন। তবে সপ্তাহের কোন দুইদিন তা এখনও চূড়ান্ত হয়নি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম-সিলেট সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সিলেটের উদ্দেশে যাত্রা করে এ রুটের প্রথম ফ্লাইটটি। বিকালে একই পথে ৪৬ জন যাত্রী নিয়ে সিলেট থেকে আবার চট্টগ্রামে ফেরে বিমানটি।

আর এর মধ্য দিয়েই শুরু হলো চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল।

চট্টগ্রাম থেকে যাত্রা শুরুর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, এতদিন চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়া-আসার জন্য ট্রেন বা বাসের ওপর নির্ভর করতে হতো। এতে গড়ে ১০ ঘণ্টার বেশি সময় ব্যয় হতো। কিন্তু এখন এ রুটে ফ্লাইট চালুর ফলে মাত্র এক ঘণ্টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছানো যাবে।

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে নিয়মিত ফ্লাইট চলবে সপ্তাহে কেবল দুইদিন। তবে কোন দুইদিন চলবে তা চূড়ান্ত হয়নি।

এ বিভাগের আরো খবর