এই স্বাধীনতা দিবসেই ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রোববার পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা থেকে এই নতুন রুটে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি দিয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথের দূরত্ব ৫৭৬ কিলোমিটার।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজন ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও বলেন, ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের ভাড়া ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫০০ টাকার ট্রাভেল ট্যাক্স।
উত্তরাঞ্চলের মানুষ চিলাহাট স্টেশন থেকে এই পথে যাতায়াত করতে পারবেন জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ৭০০ টাকা। এর সঙ্গে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স গুনতে হবে।’
রেল খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এক বছরের মধ্যে পঞ্চগড় থেকে কক্সবাজার ও মোংলা পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। শিগগিরই আরও ৫০টি স্টেশন আধুনিকায়নের কাজে হাত দেবে সরকার। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবার সাজানো হবে ১০০টি রেলস্টেশন।