দেশের প্রথম ইতালিয়ান ব্র্যান্ড কফিশপ চট্টগ্রামের সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোতে নতুন আটটি রেসিপি যোগ হয়েছে।
বিশ্বখ্যাত ও জনপ্রিয় এ কফি ব্রান্ডটিতে নতুন মেনু যুক্ত করা প্রসঙ্গে সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসোর সত্ত্বাধিকারী ও এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত জানান, শুধু মানুষের খাদ্যের চাহিদা মেটাবে তা নয়, নিরাপদ ও গুণগতমানও নিশ্চিত করছে। তাই নতুন করে আটটি রেসিপি আনা হয়েছে।
৪৮ জনের বসার ব্যবস্থা সম্বলিত এ কফিশফে নিয়মিত রেসিপির পাশাপাশি নতুন করে শ্রিম্প টেম্পুরা, সেফস স্পেশাল মিক্সড গ্রিল প্লেটার, ফেটা প্রন পাসতা, স্পিনাচ পেস্টো পাসতা, এরাবিক বটি কাবাব, সেগাফ্রেডো রেপ, হাম্মাস যুক্ত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সবসময় খাবারের গুণগত মান রক্ষায় সচেষ্ট রয়েছি। রুচির ও স্বাদের সম্মিলন করে খাবারের তালিকা বাড়ানো হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, র্যাংকস এফসি প্রপার্টিজের সিইও তানভির শাহরিয়ার রিমন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা বিদ্যুৎ বড়ুয়া, চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির কমিটি সাবেক সদস্য মোহাম্মদ সাজ্জাদ।