চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চালু করল ভারতীয় বিমান পরিবহন সংস্থা স্পাইসজেট।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক এম ফরহাদ হোসাইন খান বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
স্পাইসজেট প্রাথমিকভাবে চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে।
স্পাইসজেটের সেলস ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, করোনা মহামারি কেটে গেলে যাত্রী চাহিদা বিবেচনায় প্রতিদিন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
শিডিউল অনুযায়ী বেলা ১১টা ৪৫ মিনিটে কলকাতা থেকে চট্টগ্রামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। চট্টগ্র্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে।
শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই রুটে যাত্রী পরিবহণ করবে স্পাইসজেট।
অনুষ্ঠানে স্পাইস জেটের মহাব্যবস্থাপক তোফায়ের ইবনে সোলায়মান, চট্টগ্রামের ইনচার্জ মোহাম্মদ আসিফ চৌধুরীসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
চট্টগ্রাম-কলকাতা রুটে বর্তমানে বিমান বাংলাদেশ, বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে।