দেশের অন্যতম পর্যটন স্থান ছেঁড়া দ্বীপের দুয়ার বন্ধ করলো সরকার। আগামী তিন থেকে পাঁচ বছর দ্বীপটিতে কোনো পর্যটক যেতে পারবেন না।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চলতি মাসে কক্সবাজার জেলার সেন্টমার্টিনের অন্যতম আকর্ষণীয় দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ করতে পরিপত্র জারি করে।
গত বৃহস্পতিবার থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকর করেছে স্থানীয় প্রসাশন ও সেন্টমার্টিনে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড কর্মকর্তা লে. আরিফুজ্জামান রনি নিউজবাংলাকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর থেকে লিখিত পত্রের মাধ্যমে সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপের পরিবেশ রক্ষায় বেশ কিছু সুপারিশ বাস্তবায়নে কোস্টগার্ডকে দায়িত্ব দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।’
পরিবেশ অধিদফতরের কক্সবাজারের উপপরিচালক নাজমুল হুদা নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ অংশে এখনও কিছু সামুদ্রিক প্রবাল জীবিত আছে। প্রবালগুলো সংরক্ষণের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা নিশ্চিত করতে না পারলেও ওই কর্মকর্তা জানান, আপাতত এই নিষেধাজ্ঞা ৩ থেকে ৫ বছরের জন্য হতে যাচ্ছে।
সেন্টমার্টিনে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতেই এমন পদক্ষেপ বলেও জানান তিনি।