কানাডার টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) উদযাপন কমিটি থেকে ব্যবসায়ী গাজী বেলায়েত হোসেন মিঠু এবং তার স্ত্রী নাহিদ আক্তারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
গত শুক্রবার কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পাঁচ কর্মদিবসে কার্যকর করা হবে সিদ্ধান্তটি।
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের ৩০০ কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় ‘আত্মগোপন’ করে থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বৈঠকে টরন্টোয় শহিদ দিবস উদযাপনের লক্ষ্যে একটি সার্বজনীন গ্রহণযোগ্য উদযাপন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে বর্তমান কমিটি বিলুপ্ত করা হবে।
বৈঠকে অংশ শহিদ মিনার নির্মাণ কমিটির ব্যারিস্টার চয়নিকা দত্ত, ম্যাক আজাদ, ফায়েজুল করিম, মনির ইসলাম, সুমন সাইয়ীদ, নজরুল মিন্টু, শহিদুল ইসলাম মিন্টু, সামসুল আলম, কফিলউদ্দিন পারভেজ, শক্তি দেব, রাসেল রহমান, মির্জা, সবিতা সোমানী, আবদুল গাফফার, আহাদ খন্দকার, ফরিদা হক, রোমেলা বেগম, সাইদুন ফয়সাল এবং সাকের মোস্তফা চৌধুরী।
এছাড়া প্রবাসী বাঙালি কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার আলমগীর হোসাইন, জাকারিয়া চৌধুরী, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, মাসুক মিয়া, রেজা অনিরুদ্ধ, আজফর সাঈদ ফেরদৌস, ইমরুল ইসলাম, জাকির খান, মাসুদ আলী লিটন, সাদ চৌধুরী, সৈকত রুশদী, আনম ইউসুফ, আসাদ নিশু, এরিন কবির, রাজিবুর রহমান, নওশের আলী, মোহাম্মাদ বাশার, রুহুল চৌধুরী, রোকেয়া পারভিন, আরিফ আহমেদ, এম এইচ মামুন, মুনির রশিদ, সোলায়মান তালুত রবিন, ইলিয়াছ খান, লিটলী রায়, মামুনুর রশীদ, সুমন সিদ্দিক, ফাইজুল চৌধুরী, ইনতিকাব চৌধুরী তুহিন, ড. সুরভি সাঈদ, বাবলু চৌধুরী, দেলোয়ার এলাহী, নাহিদ কবীর কাকলী, রিফাত নওরীন, আরিফ আহমেদ, জাকারিয়া রশিদ চৌধুরী, মিলাদ চৌধুরী, আতিউর রহমান, হাসমত আরা চৌধুরী জুঁই এবং সৈয়দ মাহবুব।
ভার্চুয়াল বৈঠকে আইএমএলডির সদস্যরা।
টরন্টোর বাংলা পাড়ার কাছে ডেন্টোনিয়া পার্কে গত বছরের ৭ নভেম্বর নগরীর মেয়র জন টোরিসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্থায়ী শহিদ মিনার নির্মাণ শুরু হয়।
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই মিনারের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইঙ্কের সদস্যরা।