ক্ষুদে বার্তায় বলা হয়েছে, সৌদি নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশের গৃহকর্মীদের ভিসা (ডোমেস্টিক হেল্প ভিসা) আবেদন নেয়া শুরু করবে দূতাবাস।
চলমান শাটডাউন ও বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার থেকে গৃহকর্মীদের ভিসা আবেদন নেয়া শুরু করবে ঢাকার সৌদি দূতাবাস।
দূতাবাস থেকে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সৌদি নাগরিকদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশের গৃহকর্মীদের ভিসা (ডোমেস্টিক হেল্প ভিসা) আবেদন নেয়া শুরু করবে দূতাবাস।
কিছুদিনের মধ্যে সৌদি আরবে স্কুলগুলো আবার খুলে দেয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।
দেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও আবেদন নেয়ার বিষয়টিও উল্লেখ করা হয় বার্তায়।
২৭ ফেব্রুয়ারি থেকে ওমরাহ ও ভ্রমণ ভিসা বন্ধ রেখেছে সৌদি আরব।