গাইবান্ধার জেলার সার্বিক উন্নয়নের দাবিতে নিউইয়র্ক শহরে মানববন্ধন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন নিউইয়র্কে বাস করা বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী গাইবান্ধাবাসী।
সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের অবহেলিত গাইবান্ধার মানুষের জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে তেমন পরিবর্তন ঘটে নি।
বক্তারা গাইবান্ধার সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় অথবা মেডিক্যাল কলেজ স্থাপন, ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণ, কুড়িগ্রাম-গাইবান্ধা-ঢাকা এবং রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু, গাইবান্ধা সদর উপজেলা সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ দেয়ার দাবি জানান।
এছাড়া জেলার জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুসহ আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপন, বগুড়া-কাহালু-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল, আদিবাসী ও দলিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং বনায়নসহ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
বক্তারা জানান, তাদের দাবিগুলো নিয়ে একটি স্মারকলিপি নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।মানববন্ধনে অংশ নেয়ারা গাইবান্ধার উন্নয়নের বিভিন্ন দাবি সম্বলিত নানা রঙের ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সঞ্জীবন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক মুজাহিদ আনসারী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি ও তোফাজ্জল লিটন, বাংলাদেশ ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার এবং যুক্তরাষ্ট্র প্রজন্ম ৭১ এর সভাপতি শিবলী সাদিক।
এছাড়াও গাইবান্ধার বিশিষ্ট ব্যবসায়ী হাসান হত্যার বিচার, গাইবান্ধা শহরের চার লেন রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে নিউইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহনেওয়াজ টুকু, শাজাহান সরদার, দীলিপ মোদক, শফিউল আজম, মামুন রশিদ, হিরো চৌধুরীসহ অনেকে।
মানববন্ধনে প্রস্তাব পাঠ করেন মুক্তি সরকার।