বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টরন্টোয় দাফন সেবায় বাংলাদেশি সংগঠন

  • আরিফ আহমেদ, কানাডা   
  • ১ ডিসেম্বর, ২০২০ ২৩:১০

সাইদ আহমেদ বলেন, ‘আমাদের কোনো সদস্য মারা গেলে সংগঠনের ফান্ড থেকে তার দাফনের ব্যবস্থা করি। সব সদস্যই টাকা দেন। প্রতি সদস্য ১০ থেকে ১২ ডলার দেন।’

কানাডায় কোনো মুসলমান মারা গেলে তার দাফনে খরচ হয় প্রায় ছয় হাজার কানাডিয়ান ডলার। বাংলাদেশি মুসলমানদের জন্য এই বিপুল পরিমাণ খরচ কমাতে এগিয়ে আসছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

এরই মধ্যে কানাডার রাজধানী টরন্টোতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির কেউ মারা গেলে তার দাফনের ব্যবস্থা করা শুরু করেছে বাংলাদেশ মুসলিম ফিউরিনাল সার্ভিসেস (বিএমএফএস) নামের একটি সংগঠন।

টরন্টোতে এটিই প্রথম বাংলাদেশি দাফন সেবার সংগঠন, যার যাত্রা শুরু হয় চলতি বছরের মে মাসে। সংগঠনটিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির যে কেউ সদস্য হতে পারেন।

সদস্যদের কেউ মারা গেলে ওই ব্যক্তির পরিবারকে দাফনের জন্য কোনো খরচ করতে হয় না। বাকি সদস্যরা মিলে এই খরচ বহন করেন।

গত তিন মাসে টরন্টো ও মন্ট্রিয়েলে সংগঠনটি তাদের চার জন সদস্যের দাফন কার্যক্রম সম্পন্ন করেছে।

বিএমএফএসের প্রেসিডেন্ট সাইদ আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কোনো সদস্য মারা গেলে সংগঠনের ফান্ড থেকে তার দাফনের ব্যবস্থা করি। সব সদস্যই টাকা দেন। প্রতি সদস্য ১০ থেকে ১২ ডলার দেন।’

তিনি বলেন, ‘আমাদের এখন প্রায় ৫৬২ জন সদস্য। পাঁচ হাজার সদস্য হলে প্রতি জনকে এক ডলার করে দিতে হবে।’

বাংলাদেশি কমিউনিটির বাইরে অন্য দেশের মুসলমানদের জন্যও বিএমএফএসের সেবার পরিধি বাড়ছে।

টরন্টো ও মন্ট্রিয়েল ছাড়াও অটোয়া, এডমন্টন, ক্যালগেরি, সাসকাটুন ও রেজিনাতে সংগঠনটির সেবা চালু আছে।

যে কোনো বাংলাদেশি মুসলমান নিজের জন্য একশ ডলার দিয়ে এর সদস্য হতে পারবেন। পরিবারের বাকি সদস্যদের জন্য ১৫ ডলার করে ফি দিতে হয়। 

সদস্য হতে আগ্রহীরা www.bmfs.ca ওয়েবসাইটে ঢুকে নিবন্ধন করতে পারবেন।

দাফন সেবার জন্য টরন্টোতে বিসিসিবি ফিউনারেল হোম, বাংলাদেশ ফিউনারেল হোম নামে আরও দুটি সংগঠন তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এ বিভাগের আরো খবর