সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের বিনা মূল্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা দেয়ার কথা জানিয়েছেন সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আল-আসিরি। গতকাল আল এখবারিয়া টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘আশা করছি ২০২১ সালের মধ্যে দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া সম্ভব হবে। তবে আপাতত ১৬ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না।’
এদিকে, সোমবার সহকারী স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদেল আলী বলেছেন, সৌদি আরবে যারা টিকা সরবরাহ করবে তাদের একটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। টিকা অবশ্যই কার্যকর, নিরাপদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত হতে হবে।
আল-আবদেল আলী জানান, গত সপ্তাহে করোনাভাইরাসের গুরুতর রোগী ৬.৩ শতাংশ কমেছে।
তিনি করোনা প্রতিরোধে দেশটিতে জারি করা সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলগুলো কঠোরভাবে অনুসরণ করার ওপর জোর দেন।