বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘থালাইভি’ মুক্তির দিন জানালেন কঙ্গনা

  •    
  • ২৪ আগস্ট, ২০২১ ১৫:৪৯

‘পুরাচ্চি থালাইভি’ বা ‘বিপ্লবী নেতা’ খ্যাত জয়ললিতার পুরুষতান্ত্রিক সমাজে একজন অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখা যাবে এ ‘থালাইভি’তে।

করোনায় দ্বিতীয় ঢেউয়ের কারণে বলিউডের অনেক সিনেমার মুক্তির তারিখ পেছানো হয়েছিল। সেই তালিকায় যুক্ত ছিল কঙ্গনা রানাউত অভিনীত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বায়োপিক থালাইভি।

গত ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ওলটপালট করে দেয় সব দিনক্ষণ।

এখন অনেকটা স্বাভাবিক ভারতের অবস্থা। খুলে দেয়া হচ্ছে প্রেক্ষাগৃহও। একে একে মুক্তির দিন ঘোষণা করা হচ্ছে বাক্সবন্দি সিনেমাগুলোর।

সেই ধারাবাহিকতায় জানা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা থালাইভির মুক্তির দিন।

কঙ্গনা নিজেই ইনস্টাগ্রামে জানালেন সে কথা। সিনেমাটির পোস্টার পোস্ট করে অভিনেত্রী জানান, আগামী ১০ সেপ্টেম্বর বড় পর্দায় ভারতব্যাপী মুক্তি পাবে থালাইভি।

‘পুরাচ্চি থালাইভি’ বা ‘বিপ্লবী নেতা’ খ্যাত জয়ললিতার পুরুষতান্ত্রিক সমাজে একজন অভিনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখা যাবে এ সিনেমায়।

‘থালাইভি’ সিনেমার দৃশ্যে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

গত মার্চে সিনেমাটির ট্রেলারেই নজর কেড়েছিল সিনেমাটি। কঙ্গনা ছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে।

সিনেমাটি পরিচালনা করেছেন এ এল বিজয়। সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাহুবলির লেখক বিজেন্দ্র প্রসাদ ও মধন কারকি। থালাইভি হিন্দি, কন্নড়, তেলেগু ও মালয়ালাম ভাষাতেও মুক্তি পাবে।

এ বিভাগের আরো খবর