সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলার প্রয়াস নিয়ে নির্মিত হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ সাবরিনা।
বিশ্ব নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় একটি সংবাদ সম্মেলন। আয়োজনে পরিচয় করিয়ে দেয়া হয় কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পীদের। সিরিজটির টিজারও প্রকাশ করা হয় আয়োজনে।
সাবরিনা পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, নাজিয়া হক অর্ষা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রুনা খান। নারীকেন্দ্রিক এই গল্পের সিরিজটি মার্চ মাসেই আসবে হইচই প্ল্যাটফর্মে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আশফাক নিপুণ বলেন, ‘পরিবারে আমরা নারীদের একভাবে দেখি। ধরেন আমার মাকে আমি একভাবে দেখি, আমার বাবা দেখেন আরেক দৃষ্টিভঙ্গিতে। এমন কিছু বিষয় আমি গল্পে রাখার চেষ্টা করেছি। তবে সব মিলিয়ে এটি একটি সম্ভাবনার গল্প।’
সাবরিনা নামকরণের কারণ নিয়ে নিপুণ জানান, নামটা উচ্চারণ করতে সহজ ও সহজে মনে রাখা যায় জন্যই এ নামকরণ।
টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তীতে সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী ও সৈয়দ জামান শাওন।
প্রসঙ্গত উল্লেখ্য, হইচইয়ের সিজন ফাইভের ঘোষণা অনুসারে তাদের স্লোগান ছিল- নতুন গল্প হয়ে যাক। বাংলাদেশ, ভারতসহ আন্তর্জাতিক অঙ্গনে মহানগর সিরিজের বিপুল সাফল্যের পর হইচই এবং আশফাক নিপুণের একযোগে ওয়েব সিরিজের আদলে নতুন ধরনের গল্প বলার এটি দ্বিতীয় প্রয়াস।