বলিউডের জনপ্রিয় স্পাই সিরিজ টাইগার। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় কিস্তি দুটির পর আসতে যাচ্ছে টাইগার থ্রি। সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ সব সময়ই তুঙ্গে।
শুধু গল্পই নয়, বলিউড ভাইজান সালমান খানের নতুন নতুন স্টাইল আর অ্যাকশনের জন্যও সিরিজটি থাকে দর্শক আকর্ষণে। এর সঙ্গে ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আরেকটি কারণ সিনেমাটির জনপ্রিয়তার।
সিরিজের আগামী সিনেমা টাইগার থ্রি নিয়ে আগে থেকেই ছিল দর্শক উত্তেজনা। কিছুদিন আগেই এই সিনেমার দৃশ্যধারণ করতে চার্টার্ড ফ্লাইটে রাশিয়া পাড়ি জমিয়েছেন সালমান-ক্যাটরিনা।
সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হয়েছে সিনেমার শুটিং। তাতে অংশ নিয়েছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
সেখান থেকে কিছু ছবি ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। আর তাতেই সবার চোখ উঠেছে কপালে। কারণ সালমান খানকে সেই ছবিতে দেখা গেছে নতুন অবতারে।
অনলাইনে ফাঁস হওয়া সেই ছবিতে লালচে রঙের চুল আর দাড়িতে দেখা গেছে সালমান খানকে। এই লুকে সত্যি চেনা দায় ভাইজানকে।
টাইগার থ্রি সিনেমায় সালমান খানের লুক ফাঁস। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়াসহ মোট চারটি দেশে শুটিং করবেন সালমান ও ক্যাটরিনা। চিত্রনাট্যের কারণেই চার দেশে করতে হচ্ছে শুটিং। প্রায় ৪৫ দিন ধরে চলবে শুটিং।
টাইগার সিরিজের তৃতীয় কিস্তি পরিচালনা করছেন মনীশ শর্মা। প্রযোজক আদিত্য চোপড়া এরই মধ্যে জানিয়েছেন, করোনার কারণে শুটিং ফ্লোরে একটু বেশিই সাবধানতা পালন করছেন তারা।
পরিচালক জানিয়েছেন, সিনেমায় যে মানের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে তা আগে কোনো বলিউডের ছবিতে দেখেননি দর্শক। সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইমরান হাসমিকে। টাইগারের মতোই একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করবেন ইমরান।