সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মিডিয়াতে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের জন্য বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত।
যে তকমায় তাকে দেয়া হোক না কেন, তবে সিনেমার জন্য প্রতিটা চরিত্রের বাছাই করেন ভীষণ মনোযোগ দিয়ে।
কমার্শিয়াল থেকে আর্টফিল্ম কিংবা বায়োপিক, যেখানেই হোক প্রতিযোগীদের টেক্কা দিতে পিছপা হননি কোনো দিনই।
সম্প্রতি কঙ্গনা শেষ করেছেন অ্যাকশন সিনেমা ধাকড় -এর শুটিং। এবার শুরু করলেন তার পরবর্তী মিশন তেজাস এর কাজ।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলটের পোশাক পড়া একটি ছবি পোস্ট করেছেন কঙ্গনা।
সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরবর্তী মিশন তেজাস। আজ থেকে শুরু হল। আনন্দ বেড়েই চলছে। আমার এই টিমকে ধন্যবাদ।’
সেই ছবিতে দেখা যায় কঙ্গনা আলাপচারিতায় ব্যস্ত তেজাস এর পরিচালক সর্বেশ মেওয়ারার সঙ্গে।
তেজাস এর গল্পটি একজন সাহসী নারী পাইলটের। যিনি যুদ্ধবিমান চালান।
কঙ্গনা রানাউত ও তেজাসের পরিচালক সর্বেশ মেওয়ারা। ছবি: সংগৃহীত
সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে এর আগে কঙ্গনা বলেছিলেন ‘আমি সর্বদা এক জন সৈনিকের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। শৈশব থেকেই সশস্ত্র বাহিনীর প্রতি মুগ্ধ ছিলাম। আমি আমাদের জওয়ানদের প্রতি আমার আবেগ কখনই আটকে রাখতে পারিনি।
‘তাদের বীরত্ব সম্পর্কে আমি কতটা দৃঢ় অনুভব করি সে সম্পর্কে প্রকাশ্যে কথা বলি। তারা আমাদের দেশকে এবং আমাদের জনগণকে সুরক্ষিত রাখে। সুতরাং, আমি এই ছবিটি করতে পেরে খুব আনন্দিত।’
অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত
গত ২৩ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা অভিনীত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা বায়োপিক থালাইভি। কিন্তু ভারতজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়া ও লকডাউন শুরু হওয়াই অনির্দিষ্ট সময়ের জন্য মুক্তি পেছায় সিনেমাটির।