বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নায়করাজের সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

  •    
  • ২১ আগস্ট, ২০২১ ১৫:০৪

অভিনেতা জায়েদ খান বলেন, ‘আমাদের সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের কথা ছিল, কিন্তু বনানীতে আগুনের ঘটনায় আমরা রাস্তায় আটকা পড়েছিলাম। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ২টায় রাজ্জাকের কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়।

এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘আমাদের সকাল ১১টায় শ্রদ্ধার্ঘ্য অর্পণের কথা ছিল, কিন্তু বনানীতে আগুনের ঘটনায় আমরা রাস্তায় আটকা পড়েছিলাম। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।’

কিংবদন্তি অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নায়করাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার প্রিয় শিল্পী সমিতি আয়োজন করেছে মিলাদ মাহফিলের।

এ দিন দুপুর আড়াইটার দিকে জায়েদ খান বলেন, ‘এই মুহূর্তে সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিল চলছে। এরপর দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হবে।’

২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের। গত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে যাদের হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়ানোর চেষ্টা করছিল, তাদের মধ্যে উজ্জ্বলতম নাম রাজ্জাক।

প্রায় তিন শ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। দীর্ঘ অভিনয়জীবনে তিনি জয় করেন এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষের হৃদয়।

বাংলা সিনেমা ও সংস্কৃতিতে অবদানের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ২০১৫ সালে স্বাধীনতা পদক পেয়েছেন রাজ্জাক।

এ বিভাগের আরো খবর