বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্টার সিনেপ্লেক্স এবার মিরপুরে

  •    
  • ২০ আগস্ট, ২০২১ ১৯:৫৬

এফ নাইন-দ্য ফাস্ট সাগা, জঙ্গল ক্রুজ ও দ্য সুইসাইড স্কোয়াড—এই তিনটি ছায়াছবি নিয়ে যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্স সনি। থ্রিডি মুভির টিকিটের দাম ধরা হয়েছে সাড়ে ৪০০ টাকা। আর সাধারণ চলচ্চিত্রের ক্ষেত্রে টিকিটের দাম সাড়ে ৩০০ টাকা।

ঢাকার ঘনবসতিপূর্ণ মিরপুরে দীর্ঘদিন ধরেই কোনো মানসম্মত প্রেক্ষাগৃহ ছিল না। বিশেষ করে মধ্যবিত্ত চলচ্চিত্রের বিনোদন নিতে ছুটে যেতেন রাজধানীর অন্যান্য এলাকায়। এবার সেই ছুটাছুটি বন্ধ হলো মিরপুরবাসীর।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ চার মাসের বিধিনিষেধ শিথিলের পর শুক্রবার মিরপুরে চালু হলো স্টার সিনেপ্লেক্সের নতুন আউটলেট। যার নাম তারা রেখেছেন স্টার সিনেপ্লেক্স সনি। এটি স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা।

মিরপুর এক নম্বর ছাড়িয়ে যে সড়কটি চিড়িয়াখানার দিকে চলে গেল, ঠিক তার মুখেই এর অবস্থান। এর আগে এখানেই ছিল সনি সিনেমা হল। ফলে স্থানটি সনির মোড় নামেই পরিচিতি পেয়েছে মিরপুরবাসীর কাছে। আর সেই হলটি সংস্কার করেই চালু হল নতুন এই প্রেক্ষাগৃহ।

শুক্রবার দুপুরে সিনেমা হলটি ঘুরে দেখা গেছে, কাউন্টারে টিকিট বিক্রি শুরু চলছে। তবে প্রথম দিন দর্শকদের তেমন ভিড় চোখে পড়েনি। বেলা আড়াইটায় ছিল উদ্বোধনী শো।

এফ নাইন-দ্য ফাস্ট সাগা, জঙ্গল ক্রুজ ও দ্য সুইসাইড স্কোয়াড—এই তিনটি ছায়াছবি নিয়ে যাত্রা শুরু করল স্টার সিনেপ্লেক্স সনি। থ্রিডি মুভির টিকিটের দাম ধরা হয়েছে সাড়ে ৪০০ টাকা। আর সাধারণ চলচ্চিত্রের ক্ষেত্রে টিকিটের দাম সাড়ে ৩০০ টাকা।

প্রথম শো দেখতে আসেন মিরপুরের বাসিন্দা মারুফ উর রশিদ। তিনি বলেন, ‘নতুন সিনেমা হল চালু হওয়ায় পরিবার নিয়ে সিনেমা দেখতে আসলাম। প্রথম দিন বলে ভিড়টা একটু কম। হলের পরিবেশ খুবই ভাল লেগেছে।’

একই কথা বললেন মারিয়া বিনতে নূর। তিনি বলেন, ‘অনেক দিন থেকেই আশায় ছিলাম এ হল উদ্বোধনের। যাক, অবশেষে আজ চালু হল সিনেমা হলটি। এখানকার পরিবেশ খুবই ভাল। পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখা আনন্দদায়ক হবে বলে আশা করছি।’

স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ‘তিনটি স্ক্রিনে একইসঙ্গে ৭৬৯ জন দর্শক দেশি-বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন এই সিনেমা হলে। সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে এখানে।’

১৯৮৬ সালের আগস্ট মাসে চালু হয় সনি সিনেমা হলটি। ভবনের পুরোটাই ছিল সিনেমা হল। টিকিটের দামের ভেদে ওপরে-নিচে বসতেন দর্শকরা। মোট এক হাজার ২০০ আসন ছিল প্রেক্ষাগৃহটিতে।

পুরোনো এই সিনেমা হলটি ভেঙে নতুন করে নির্মিত হয়েছে সনি স্কয়ার। চারতলাবিশিষ্ট এই ভবনটি পরিণত হয়েছে বিপণিবিতান ও সিনেপ্লেক্সে।

ভবনটির চতুর্থ তলায় থাকছে স্টার সিনেপ্লেক্সের তিনটি হল। বিপণিবিতানসহ এতে আরও আছে খাবার দোকান, প্লে জোন, ওয়েটিং স্পেস।

রাজধানীতে আরও তিনটি শাখা রয়েছে স্টার সিনেপ্লেক্সের। পান্থপথে বসুন্ধরা সিটি, ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারেও রয়েছে সিনেপ্লেক্সের শাখা।

এ বিভাগের আরো খবর