বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমি একটা স্পেশাল পারসন: পূজা

  •    
  • ২০ আগস্ট, ২০২১ ১৯:৫২

‘ছোটবেলা থেকেই জন্মদিন মানেই আমার কাছে মজার দিন। এই দিন আমার কাছে স্পেশাল দিন মনে হয়। নিজেকে স্পেশাল মনে হয়। সবাই বিভিন্ন জায়গা থেকে উইশ করে।’

উপহার পেতে কার না ভালো লাগে! ব্যতিক্রম ছিলেন না মিষ্টি মেয়ে পূজাও। বলছি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরির কথা। তবে এখন আর উপহার নয়, শুভ কামনা পেলেই বরং বেশি খুশি এই অভিনেত্রী।

খুব বেশি আগের কথা নয়, কৈশোর থেকে তারুণ্যে পা রেখেছেন তিনি। টিন-এজার হয়েই রূপালি পর্দায় নাম লেখানো এই অভিনেত্রীর জন্মদিন আজ।

নিউজবাংলার সঙ্গে জন্মদিনের নানা মজার কথা জানালেন তিনি।

পূজা বলেন, ‘ছোটবেলা থেকেই জন্মদিন মানেই আমার কাছে মজার দিন। এই দিন আমার কাছে স্পেশাল দিন মনে হয়। নিজেকে স্পেশাল মনে হয়। সবাই বিভিন্ন জায়গা থেকে উইশ করে।’

শুভ কামনা জানানো মানুষের সংখ্যাটা নেহাত কম নয় পূজার। আত্মীয় স্বজন, কাছের মানুষের বাইরে অগুণতি ভক্ত, অনুরাগী। তার সঙ্গে আরও আছেন সহশিল্পী, জ্যেষ্ঠ শিল্পীরাও। আর সবাই যখন জন্মদিনে শুভেচ্ছা জানায়, তখন অদ্ভুত এক অনুভূতি হয় তার।

পূজা বলেন, ‌‘ভালোই লাগে আসলে। তখন মনে হয়, এই পৃথিবীতে আমি একটা স্পেশাল পারসন। প্রত্যকের জন্মদিনে আসলে এমন ফিল হওয়া উচিত।’

শৈশবের জন্মদিনগুলোতে অন্যরকম আনন্দ ছিল তার। জন্মদিন কাছাকাছি এলেই উপহার পাওয়ার অপেক্ষায় দিন গুনতেন পূজা। আর সেটা নিয়ে মায়ের সঙ্গেও খুনসুটি হতো তার।

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

পূজা বলেন, ‌‘ছোট বেলায় গিফটের জন্য পাগল ছিলাম। যখন আমি একদম পিচ্চি ছিলাম, জন্মদিন আসলেই আম্মুকে বলতাম গিফট দেবে না কেউ, আমাকে কেউ গিফট দেবে না। গিফটের জন্য পাগল ছিলাম।’

বয়সের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছু। এখন আর উপহার পেতে মুখিয়ে থাকেন না পূজা। বরং শুভেচ্ছা বার্তা আপ্লুত করে তাকে।

তিনি বলেন, ‌‘যখন একটু বড় হলাম, তখন আসলে উইশের জন্য পাগল হই। সবাই আসলে উইশ করবে। ফেসবুকে ভরে যাবে, সবাই উইশ করবে হ্যাপি বার্থডে পূজা, শুভ জন্মদিন পূজা এটার জন্য এখন পাগল হই। এটা দেখতে এখন ভালো লাগছে। ফেসবুক খুললেই দেখছি সবাই উইশ করছে।’

সময়ের সঙ্গে সঙ্গে জন্মদিন উদযাপনের নতুন মাত্রা যোগ হচ্ছে পূজার জীবনে। এই এক জন্মদিন অন্তত পাঁচ ছয়বার উদযাপন করতে হয় তার। দায় যে তার একার তা কিন্তু নয়! পরিবার, বন্ধু- সবার বায়না মেটান পূজা।

পূজা জানালেন, ‘প্রত্যেকটা বছরই আমার জন্য খুবই স্পেশাল, খুবই মজার। যেমন এবারও আমার মজার কাটছে। আমি না বুঝি না, প্রতিবছরই আমার পাঁচ ছয়বারের বেশি বার্থডে সেলিব্রেট করা হয়ে যায়। আমার ফ্যামিলির, ফ্রেন্ডদের সঙ্গে আরও কিছু পছন্দের মানুষ- সব মিলে অনেকবার সেলিব্রেট করা হয়।’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

এমন আনন্দ দিনে কিন্তু নিজের ভক্তদের কথা ভোলেননি পূজা। কারণ, দর্শকদের সবার উপরে স্থান দিতে চান পূজা। তাদের ভালোবাসা নিয়ে রূপালি পর্দায় নিজের দ্যুতি ছড়াবেন এই অভিনেত্রী।

পূজা বলেন, ‘আমি তো তাদের জন্য কিছু করিনি, শুধু কয়েকটা সিনেমা করেছি। কিন্তু তারা আমাকে এতো ভালোবাসে, আমি নিজেই অবাক হয়ে যাই, কীভাবে এতটা পাগল হওয়া যায়।’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

জন্মদিনে ভক্তরাও কখনো কখনো চমকে দিয়েছেন তাকে। নিউজবাংলাকে তেমন অভিজ্ঞতা জানালেন পূজা নিজেই।

তিনি বলেন, ‘কিছু পাগল ভক্ত আছেন, তারা নিজেরা কেক কিনে ‌‍হ্যাপি বার্থডে পূজা লিখে ফেসবুকে ছেড়েছে। আমার জন্মদিন সেলিব্রেট করছে এটা দারুণ অনুভূতি।‘

ভক্তদের উদ্দেশ করে পূজা বলেন, ‌‘তাদেরকে বলব, সব সময় যেন এভাবে আমাকে ভালোবেসে যায়, আমার কাজ যেন দেখে। আমাকে যেন এভাবেই সাপোর্ট করে যায়।’

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। ছবি: সংগৃহীত

মিষ্টি মুখের পূজা শিশু শিল্পী হিসেবে বিভিন্ন বিজ্ঞাপন নাটক ও সিনেমায় কাজ করছেন। নায়িকা হিসেবে ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক।

অভিষেকের মাত্র দুই বছরের মধ্যেই মুক্তি পেয়েছে তার অভিনীত নূরজাহান, প্রেম আমার-২, দহন, ও পোড়ামন-২ এই চার সিনেমা।

এই প্রতিটি সিনেমাতেই তার অভিনয় শুধু দৃষ্টি কেড়েছে তা নয়, দর্শকদের ব্যাপক প্রশংসা ও ভালোবাসা কুঁড়িয়েছেন পূজা।

এখনও পূজার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে শান, সাইকো, হৃদিতা ও জ্বীন।

এ বিভাগের আরো খবর