বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আনন্দ চালু হচ্ছে, বন্ধ থাকছে বলাকা-মধুমিতা

  •    
  • ১৮ আগস্ট, ২০২১ ২০:২৮

আনন্দ শুক্রবার থেকে খুললেও এদিন থেকে খুলছে না রাজধানীর নামকরা প্রেক্ষাগৃহ বলাকা, মধুমিতা এবং অভিসার।

করোনাভাইরাসের কারণে নানা ধরনের বিধিনিষেধ শেষে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলছে সিনেমা হলগুলো খোলার।

রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের পুরনো সিনেমা হল আনন্দ। প্রেক্ষাগৃহটি খুলছে ২০ আগস্ট থকে। সিনেমা হলের বাইরে এই ঘোষণা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ‘আগস্ট ১৯৭৫’ সিনেমা দিয়ে লকডাউন পরবর্তী যাত্রা শুরু হবে এই প্রেক্ষাগৃহের।

আনন্দ সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ শামসুদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘যদি ভালো কিছু হয়, শুধু এই ভেবে সিনেমা হল চালু করছি।’

আনন্দ সিনেমা হল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস পুরোটাই খোলা ছিল। এরপর থেকে থেকে কয়েক দিনের জন্য খোলা হলেও ১৯ জুনের পর থেকে একেবারেই বন্ধ।

শামসুদ্দিন বলেন, ‘আনন্দ ও ছন্দ সিনেমা প্রেক্ষাগৃহ দুটি একদিন চালু রাখলে আমাদের খরচ ২৪ হাজার ৯০০ টাকার মতো। প্রেক্ষাগৃহ যখন চালু ছিল, তখন আমাদের গড়ে বিক্রি হতো ৪ থেকে ৫ হাজার টাকার মতো। এভাবে আমরা বাঁচব কীভাবে?’

প্রেক্ষাগৃহ চালু হলে দেশের ভালো সিনেমা মুক্তি বা বিদেশ থেকে ভালো সিনেমা আনার দাবি জানান আনন্দের ম্যানেজার।

১৯ জুন ১০ হাজার টাকা জরিমানা দিতে হয় ছন্দ সিনেমাকে। ছবি: সংগৃহীত

লকডাউনের মধ্যে যখন সিনেমার কোনো ব্যবসা হচ্ছে না, প্রেক্ষাগৃহ বন্ধ থাকছে, এরই মধ্যে প্রেক্ষাগৃহ খোলা রাখায় ১৯ জুন দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা দিতে হয় ছন্দ সিনেমাকে।

এ ব্যাপারে শামসুদ্দিন জানান, সেসময় সিনেমা হল বন্ধ রাখার কোনো নির্দেশনা তার কাছে ছিল না।

এসব ভুলে গিয়ে ভালো কিছুর আশায় সিনেমা হল খুলছেন তারা। এজন্য চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

আনন্দ শুক্রবার থেকে খুললেও এদিন থেকে খুলছে না রাজধানীর নামকরা প্রেক্ষাগৃহ বলাকা, মধুমিতা এবং অভিসার।

বলাকা সিনেমা হলের এক নিরাপত্তাকর্মী নিউজবাংলাকে জানান, বলাকা খোলার কোনো নির্দেশ তারা পাননি।

রাজধানীর নিউমার্কেট এলাকায় বলাকা সিনেমা হল। ছবি: নিউজবাংলা

এ বিষয়ে প্রযোজক নেতা মোহাম্মদ হোসেন নিউজবাংলাকে বলে, ‘বলাকা সিনেমা হলটি নতুন করে সাজানো হবে। সনি সিনেমা হল যেমন আধুনিক করা হয়েছে, তেমনি বলাকাও আধুনিক করা হবে। তারপর এটা খোলার সম্ভাবনা আছে।’

রাজধানীর মতিঝিল এলাকায় মধুমিতা সিনেমা হল। ছবি: নিউজবাংলা

মধুমিতা সিনেমা হলের আধুনিকায়নের কাজ এখনও কিছু বাকি রয়েছে বলে জানান হলটির মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। তবে পুরোপুরি আধুনিক করার আগেই সিনেমা হল খুলবেন বলে জানালেন। তবে কবে খুলবেন তা বলেননি।

রাজধানীর টিকাটুলির সিনেমা হল অভিসার। ছবি: নিউজবাংলা

আর রাজধানীর টিকাটুলির সিনেমা হল অভিসারের মালিক বর্তমানে দেশের বাইরে। দেশে আসার পর তিনি নির্দেশ দিলে হল খুলতে পারে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহটির নিরাপত্তা কর্মী।

এ বিভাগের আরো খবর