শোনা যাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনয় করবেন গলুই নামের সিনেমায়। গলুই সরকারি অনুদানের সিনেমা। এটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু এবং পরিচালনা করছেন এস এ হক অলিক।
সিনেমাতে শাকিব খান চূড়ান্ত হয়েছেন কি না জনতে চাইলে অলিক নিউজবাংলাকে বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমাদের চূড়ান্ত চুক্তি হয়নি। তার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। নায়ক যেই হোক, আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেব আমরা।’
যদি শাকিব খান চূড়ান্ত হন, তাহলে গলুই সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো অনুদানের সিনেমা অভিনয় করবেন। তবে অলিকের পরিচালনায় এর আগেও শাকিব খান অভিনয় করেছেন।
করোনা পরিস্থিতিতে সিনেমা মুক্তি পাচ্ছে না অনেক দিন। সিনেমা ব্যবসায় লোকসান, হল মন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা মুক্তি দিতে সাহস পাচ্ছেন না বলে জানাচ্ছেন প্রযোজকরা।
এমন পরিস্থিতিতে অন্যসব খাতের মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সিনেমা শিল্পও। বিনোয়োগ বা মুনাফার কথা খুব বেশি চিন্তা না করে সবাই চাচ্ছেন যেন কাজটা হয়; তাতে মানুষ কাজ পাবে, অল্প হলেও অর্থ উপার্জন করতে পারবে।
‘গলু্ই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু ও পরিচালক এস এ হক অলিক। ছবি: সংগৃহীত
এছাড়া অনুদানের সিনেমার যে টাকা পাওয়া যায়, তা দিয়ে সুপারস্টারকে নিয়ে কাজ করতে সাহস করেন না অনেকে।
যদি শাকিব খান গলুই সিনেমায় যুক্ত হন, তাহলে কি তিনি পারিশ্রমিক কমাবেন, এমন প্রশ্নের উত্তরে এস এ হক অলিক বলেন, ‘তিনি পারিশ্রমিক কমাবেন কি না সে বিষয়ে এখনই বলতে চাচ্ছি না। শাকিব খানকে নিয়ে সিনেমা করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার সুযোগ যদি তৈরি হয়, সেখানে জানাব।’
পরিচালক আরও জানান, ‘এটা কিন্তু আরও অনেক অনুদানের সিনেমা না। এই সিনেমাটি নির্মাণ করব সব ধরনের দর্শকের জন্য। এমনকী দেশের বাইরেও যেন সিনেমাটি দেখান যায়, সে চেষ্টাও থাকবে আমাদের। অনুদানে যে অর্থ পাওয়া যায়, তার বাইরেও কিন্তু সহ-প্রযোজক নেয়ার সুযোগ আছে।’
সিনেমা শুটিং আগামী মাসের প্রথম সপ্তাহের পর পরই শুরু করার কথা জানান এস এ হক অলিক।