জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
১৫ আগস্ট বেলা ২টায় ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শিল্পী সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর, সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়ক রুবেল, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, মনোয়ার হোসেন ডিপজল, আলেকজেন্ডার বো, আলী রাজ, সুব্রত, মাসুম বাবুলসহ অনেকে।
এ ছাড়া শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আগে এফডিসিতে নানা কর্মসূচি পালিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান নিউজবাংলাকে বলেন, ‘বেলা ২টায় আমরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এর আগে দেড়টায় এফডিসিতে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সমিতির পক্ষ থেকে।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৯টায় শিল্পী সমিতিতে কোরআন খতম দেয়া হয়েছে বলেও জানান জায়েদ খান।
এ ছাড়া শোক দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে এফডিসিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে বলেও জানান এই চিত্রনায়ক।
জায়েদ খান জানান, শোক দিবস উপলক্ষে ১৭ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।