বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির জন্য দরজা খোলা, পরিচালকদের সমর্থন

  •    
  • ১৩ আগস্ট, ২০২১ ১৫:২০

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে মন্তব্যকারীরা কথাগুলোকে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন চলচ্চিত্র পরিচালক। তারা তাদের বিভিন্ন কথায় শাহীন সুমনের স্ট্যাটাস সমর্থন করেছেন।

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে পরিচালকদের পক্ষ থেকে সমর্থন পাচ্ছেন পরীমনি।

বৃহস্পতিবার রাতে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ও নির্মাতা শাহীন সুমন ব্যক্তিগত উদ্যোগে নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেই স্ট্যাটাসে শাহীন সুমন জানান, পরীমনির জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা রইল।

নিউজবাংলাকে শাহীন সুমন বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। পরিবারের লোকজন যেমন ভুল করেন, আবার শুধরে যান। এটাও আমি সে রকম মনে করছি।’

পরিচালক সমিতির পক্ষ থেকে পরীমনিকে নিয়ে কোনো বক্তব্য দেয়া হবে কি না জানতে চাইলে শাহীন বলেন, ‘এটা আমাদের এখতিয়ারের মধ্যে নেই। এটা শিল্পীদের ব্যাপার, তাই শিল্পী সমিতি বিষয়টা দেখবে।’

শাহীন সুমন স্ট্যাটাসে লেখেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজাসাপ্টা বলি, পরীমনি ন্যায়বিচার পাক, নিজের ভুল-ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল। শাহীন সুমন।’

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে মন্তব্যকারীরা কথাগুলোকে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন চলচ্চিত্র পরিচালক। তারা তাদের বিভিন্ন কথায় শাহীন সুমনের স্ট্যাটাসের সমর্থন করেছেন।

সমর্থন জানিয়ে জাগো খ্যাত পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘একমত পোষণ করি। ধন্যবাদ।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’

নির্মাতা মনিরুল ইসলাম সোহেল লেখেন, ‘বাংলা চলচ্চিত্র আমার অহংকার। আমি চলচ্চিত্র পরিচালক। এটা আমার অহংকার। শিল্পী-কলাকুশলী আমাদের পরিবার। আমি পাশে আছি, আমি থাকব। ফাসির মঞ্চে দাঁড়িয়ে বলব আমি পরিচালক। শিল্পী মানেই শিল্পী। অন্যায় হলে বিচার হবে। বাছ-বিচারের আগে বিচার যেন না হয়।’

কমন জেন্ডার খ্যাত পরিচালক ও পরিচালক সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নোমান রবিন লেখেন, ‘সমিতির একজন সদস্য হিসেবে আমি গর্বিত। সম্মানিত মহাসচিব হিসেবে আপনার এমন পরিষ্কার কথা, সোজাসাপ্টা অবস্থান, আমরা খুব পছন্দ হয়েছে।’

নির্মাতা আফজাল হোসেন মুন্না লেখেন, ‘ভালো বলেছেন।’

পরিচালক শাহ আলম মন্ডল লেখেন, ‘ধন্যবাদ ভাই। কারণ সবাই ধান্দাবাজি করতে চায়, যারা পারে না তারা ওর বিরুদ্ধে।’

মিজানুর রহমান লাবু, দেওয়ান নাজমুলসহ অনেকেই যারা পরিচালক নন তারাও শাহীন সুমনের কথায় সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

এ বিভাগের আরো খবর