অপু, পুরো নাম অপূর্ব রায়। ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট অনবদ্য এক চরিত্র। এই অপুর চোখ দিয়েই নিশ্চিন্দিপুর গ্রামকে প্রথম চিনেছিল বাংলা।
বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে একই নামের সিনেমা নির্মাণ করেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। তার পরই সেই নিশ্চিন্দিপুর গ্রাম হয়ে ওঠে বিশ্বজনীন।
২০২১ সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ। এ উপলক্ষ্যে আবার ফিরছে অপু ও দুর্গা। তবে এবারের পাঁচালী হতে একটু অন্যরকম। কারণ অপুর বদলে পাঁচালী শোনাবেন দুর্গা।
নতুনত্বের এই স্বাদ আসতে যাচ্ছে শিগগিরই; একুশ শতকের পরিচালক সুমন মৈত্রের হাত ধরে। তিনি নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা আমি ও অপু।
অপুর জায়গায় দুর্গা এলে গল্পে পরিবর্তন কেমন হবে জানতে চাইলে সুমন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এক চুলও বদলাবে না। সর্বজয়ার সংসারের নিত্য অভাব, দিদি-ভাইয়ের আত্মিক টান, ছাতা হয়ে হরিহরের গোটা সংসারকে আগলানোর অক্লান্ত চেষ্টা, যা ছিল তাই থাকবে। শুধু বদলে যাবে দেখার ভঙ্গি।’
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঈশান রানা, প্রকৃতি পূজারিণী, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রব দেবনাথ, সৌমিত্র ঘোষ।
আমি ও অপু সিনেমার আগে একটি সিনেমা পরিচালনা করেছেন সুমন। ছবির নাম সীমান্ত। ভারত-বাংলাদেশ কাঁটাতারের বেড়ার দুপারে বিস্তৃত অপরাধ দুনিয়া নিয়ে সেই সিনেমার কাহিনি।
সরকারি গোয়েন্দা সংস্থা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে সেই অভিযান চালায় তা উঠে আসে সিনেমায়।