যেকোনো পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য বলিউডের জনপ্রিয় তারকারা যে পরিমাণ পারিশ্রমিক নিয়ে থাকেন তা শুনলেই চোখ কপালে ওঠার জোগাড় হয়। তাহলে একটা সিনেমার জন্য একেকজন কত পারিশ্রমিক নিতে পারেন তা অনুমেয়।
তবে এসবের বাইরে ব্যতিক্রমও ঘটে। যা শুনলেও চমকে ওঠেন দর্শকরা। সম্প্রতি তেমনই এক তথ্য প্রকাশ্যে এলো জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরকে নিয়ে।
২০১৩ সালে মুক্তি পায় ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংকে নিয়ে নির্মিত সুপারহিট সিনেমা ভাগ মিলখা ভাগ। এ সিনেমায় অভিনয়ের জন্য মাত্র ১১ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সোনম কাপুর।
নিজের আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’-এ কথা বলেছেন সিনেমাটির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। এ খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
পরিচালক রাকেশ ওমপ্রকাশের কথায়, ‘দিল্লি-৬ সিনেমায় কাজ করার সময় সোনমের সঙ্গে আমার বন্ধুত্ব বেশ মজবুত হয়। তাই যখন ভাগ মিলখা ভাগ সিনেমার জন্য তার কাছে গিয়েছি তখন এককথায় রাজি হয়ে যায় সোনম।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি: সংগৃহীত
‘আর যখন সে শোনে এটি মিলখা সিংহের বায়োপিক, সেই মুহূর্তেই ও আমাকে জানিয়েছিল তার পক্ষ থেকে কিছু একটা করতে চায়। কথা রাখতে পারিশ্রমিক না নিয়ে কাজ করতে চায় সোনম। সম্মানি হিসেবে মাত্র ১১ রুপি নিয়েছিল সে।’
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি: সংগৃহীত
খুব অল্প সময়ের জন্য হলেও এই সিনেমায় বীরোর চরিত্রে সোনমের উপস্থিতি ছিল সপ্রতিভ ৷
এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, এই সিনেমাটি তার কাছে বিশেষ। মিলখা সিংয়ের স্পিরিটে মুগ্ধ সোনম চেয়েছিলেন তার বায়োপিকের অংশ হতে।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ফারহান আখতার।