বলিউডের ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড বেবো কারিনা কাপুর খানের প্রথম সন্তানের জন্ম ২০১৬ সালের ২০ ডিসেম্বর। জন্মের পরপরই সন্তানের নাম জানান নতুন বাবা-মা। প্রথম সন্তানের নাম রাখা হয় তৈমুর আলী খান।
নাম প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা প্রতিক্রিয়া জানানো শুরু করেন। যার মধ্যে খারাপ লাগার কথাই ছিল বেশি। একজন নিষ্ঠুর রাজার (তৈমুর) নামে ছেলের নামকরণ করা হয়েছে বলে ক্ষুব্ধ আচরণ করেন অনেকে।
তবে নেটিজেনদের খারাপ লাগা বেশি দিন স্থায়ী হয়নি। তৈমুরের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে মন গলতে থাকে সবার। তার সৌন্দর্য, দুষ্টুমি আর চতুরতা জাতির হৃদয় জয় করে নেয়। এমন হয় যে তৈমুরের ভিডিওর জন্য অপেক্ষা শুরু হয়ে যায় নেটিজেনদের।
দ্বিতীয়বার বাবা-মা হওয়ার সময় সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান সতর্ক ছিলেন। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি কারিনা তার দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন এবং দ্বিতীয় সন্তানের নাম, ছবি কিছুই প্রকাশ করেননি।
সাইফিনা চুপ ছিলেন। তবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জানা যায় সাইফ-কারিনা তাদের ছোট ছেলেকে জেহ বলে ডাকেন।
কারিনার লেখা বইয়ের শেষ পৃষ্ঠায় ছবিটির ক্যাপশনে লেখা সন্তানের নাম। ছবি: সংগৃহীত
যাই হোক, রহস্য অবশেষে দূর হলো। ‘কারিনা কাপুর খানের প্রেগনেন্সি বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি’ নামে একটি বই প্রকাশ হয়েছে। বইটি গর্ভকালীন বিভিন্ন পর্যায়ে এবং প্রসবের পরে কী আশা করা উচিত সে সম্পর্কে প্রত্যাশিত মায়েদের সম্পূর্ণ তথ্য দেবে।
বাবা-মার সঙ্গে তৈমুর আলী খান। ছবি: সংগৃহীত
বইতে নানা কিছু আলোচনার পর একদম শেষে কারিনা কাপুর খান চমকটি দিলেন। শেষ পৃষ্ঠায় একটি ছবি রয়েছে এবং ছবির ক্যাপশনে তিনি তার দ্বিতীয় সন্তানের নাম লিখেছেন- জাহাঙ্গীর।