বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয় লীলা বানসালির তিনটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন বাজিরাও-মাস্তানি হিসেবে পরিচিত রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
বানসালির হাত ধরেই রামলীলা, পদ্মাবত ও বাজিরাও মাস্তানির মতো হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছে এ জুটি।
শুধু তাই নয়, এ তিন সিনেমার জন্যই ফিল্মফেয়ার জিতে নিয়েছিলেন দীপিকা।
বানসালির আসন্ন বৈজু বাওরা সিনেমায় আবারও জুটি বাঁধার কথা ছিল এ জুটির। সেই খবরে নড়েচড়ে বসেছিল পুরো বলিউড। রণবীর তো বটেই, বৈজু বাওরাতে দীপিকার অভিনয় করার কথায় স্রেফ আনুষ্ঠানিক সিলমোহর পড়াটুকুই বাকি ছিল।
সেই বানসালির সিনেমাতেই পারিশ্রমিকের জটিলতায় স্বামী রণবীর সিংয়ের বিপরীতে কাজ করা হচ্ছে না দীপিকার।
মূল কারণ আসলে এবার রণবীরের সমান পারিশ্রমিক দাবি করেছেন দীপিকা। অভিনেত্রীর এই দাবিতে ঘাবড়ে গেছেন বানসালি।
স্বাভাবিকভাবেই রণবীর সিংয়ের পারিশ্রমিকের অঙ্কটা বেশ চড়া। দীপিকারও কম কিছু নয়। তবে রণবীরের কাছাকাছি নয়।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, রণবীরের সমান পারিশ্রমিক দীপিকাকে দিতে গেলে সিনেমার বাজেট বিস্তর বেড়ে যাবে। এ নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন নির্মাতা ও প্রযোজনা সংস্থা।
বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত
তবু নাকি চেষ্টা করেছিলেন বানসালি। কিন্তু দীপিকাকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায়নি। শেষ পর্যন্ত অন্য কোনো উপায় না পেয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেয়ার সিদ্ধান্তই নিতে হয়েছে নির্মাতার।
যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি কোনো পক্ষই।