ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গী, তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাতে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, জিমির বিরুদ্ধে আলাদা মাদক মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হবে।
জিমির কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য দেননি এ কর্মকর্তা। তিনি বলেন, ‘বিস্তারিত পরে জানানো হবে।’
হারুন অর রশিদ বলেন, ‘সমসাময়িক ঘটনার পর থেকে জিমির বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছিলাম। সম্প্রতি দুটি ক্লাবের সিসি টিভি ফুটেজে দেখা গিয়েছিল হাফপ্যান্ট পরে একটি ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করেছে। পরীমনির সঙ্গে ভাঙচুর করেছে। সেই জিমিকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হবে।’
এর আগে দুপুরে জিমিকে আটক করা হবে বলে জানিয়েছিলেন এই কর্মকর্তা। রাতেই জিমিকে আটক করা হয়।
গুলশানের একটি শুটিং স্পট থেকে জিমিকে আটক করা হয় বলে তার পরিবারের একজন সদস্য নিউজবাংলাকে জানান। পরে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার তথ্যটি নিশ্চিত করেন।
জুনায়েদ করিম জিমি একজন কস্টিউম ডিজাইনার। কাজ করেন বিজ্ঞাপন ও সিনেমায়। কয়েক বছর ধরে তিনি স্থায়ীভাবে কাজ করছেন পরীমনির সঙ্গে। সুযোগ পেলে অন্য প্রোডাকশনেও কাজ করেন তিনি। সম্প্রতি একটি টেলিফোন সেবা দাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেটে দেখা গেছে তাকে।
অনলাইন ভিত্তিক একটি পোশাক বিক্রির প্ল্যাটফর্ম আছে জিমির। যার নাম জিমি’স সিগনেচার। এছাড়া বিউটিবাজবিডি নামের বিউটি প্রোডাক্ট বিক্রির অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত তিনি।
জিমি তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন চট্টগ্রাম থেকে। স্নাতক বিষয় পড়েছেন সান্তা মারিয়াম বিশ্ববিদ্যারয়ে। জিমির বাড়ি কুমিল্লাতে।
এর আগে নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে গোয়েন্দাদের একটি দল।
চিত্রনায়িকা পরীমনির পৃষ্ঠপোষক এক নারী নজরদারিতে-গোয়েন্দা পুলিশের কাছ থেকে এমন বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক চয়নিকাকে আটক করা হয়।
শুক্রবার বিকেলে চয়নিকা রাজধানীর বাংলামোটরের সোনারগাঁও রোডে একটি বেসরকারি টেলিভিশনে গিয়েছিলেন এক অনুষ্ঠানে। আর সেই ভবনের নিচে অবস্থান নিয়ে থাকেন পুলিশ সদস্যরা।
অনুষ্ঠান শেষে বের হলে তার গাড়ি ঘিরে ফেলেন গোয়েন্দারা। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
গত বুধবার পরীমনি আটক হওয়ার পর তার সঙ্গে ঘনিষ্ঠ আরও তিনজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে। মাদকের মামলায় পরীমনিকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।