বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির ‘মম’ চয়নিকার ফেসবুক বন্ধ

  •    
  • ৬ আগস্ট, ২০২১ ১৭:২৬

গত জুনে পরীমনি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ আনার পর চয়নিকার যে ভূমিকা, তাতে তিনি যে পরীমনির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, তা স্পষ্ট হয়। পরী সংবাদ সম্মেলনের সময় যখন ডুকরে কাঁদছিলেন, তখন চয়নিকা তাকে জড়িয়ে ধরে রেখেছিলেন। পরী যখন চিৎকার করে বলছিলেন, ‘আমি বলতে পারতেছি না’, তখন চয়নিকা তাকে বলছিলেন, ‘তোমাকে বলতে হবে আম্মু। না বললে ওরা জানবে কেমন করে।’

পরীমনি গ্রেপ্তারের দুই দিন পর তাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে নির্মাণ করা ‘বিশ্বসুন্দরী’ সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরী তার ফেসবুক বন্ধ করে রেখেছেন।

চয়নিকাকে পরীমনি ‘মম’ বা মা সম্বোধন করতেন। আর ঢাকা বোট ক্লাবের ঘটনার পর এই নায়িকার সংবাদ সম্মেলনে চয়নিকা তাকে ‘আম্মু’ বলে ডাকছিলেন বারবার।

তবে পরীমনি গ্রেপ্তারের পর চয়নিকা তার থেকে দূরে আছেন এবং বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও চয়নিকা প্রশ্ন তুলছেন, তাকে কেন পরীমনির কাছে যেতে হবে।

বুধবার রাতে গ্রেপ্তারের পরদিন নিউজবাংলার সঙ্গে কথা হয়েছিল চয়নিকার। তবে শুক্রবার বিকেল থেকে দেখা যায় তার ফেসবুক আইডি বন্ধ। তার মোবাইল ফোন কখনও বন্ধ কখনও খোলা। তবে যখন খোলা, তখন ফোন ধরছেন না তিনি।

একই দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ জানিয়েছেন, তারা পরীমনির পৃষ্ঠপোষক এক নারীকে নজরদারিতে রেখেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এই নারী চয়নিকা কি না, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি হারুন। বলেছেন, আপাতত তার নাম প্রকাশ করবেন না।

গত জুনে পরীমনি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ আনার পর চয়নিকার যে ভূমিকা, তাতে তিনি যে পরীমনির সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন, তা স্পষ্ট হয়।

পরী সংবাদ সম্মেলনের সময় যখন ডুকরে কাঁদছিলেন, তখন চয়নিকা তাকে জড়িয়ে ধরে রেখেছিলেন।

পরী যখন চিৎকার করে বলছিলেন, ‘আমি বলতে পারতেছি না’, তখন চয়নিকা তাকে বলছিলেন, ‘তোমাকে বলতে হবে আম্মু। না বললে ওরা জানবে কেমন করে।’

আজ চয়নিকাকে ফোনে একাধিকবার চেষ্টা করে না পাওয়া গেলেও আগের দিন তিনি নিউজবাংলার সঙ্গে ফোনে কথা বলেন দীর্ঘক্ষণ।

তিনি জুনের ঘটনার প্রসঙ্গে বলেন, ‘১৩ জুন রাতে আমি পরীমনির কাছে গিয়েছিলাম তার দেয়া স্ট্যাটাস পড়ে। বিষয়টা কিন্তু এমন না যে আমি সব আগে থেকেই জানতাম।’

পরীমনির পাশে না দাঁড়ানোর ঘটনায় যে টিপ্পনী কাটা হচ্ছে ফেসবুকে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীমনির বাসায় অভিযান চলার কথা শুনে সেখানে আমি কেন যাব? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী সেখানে কাজ হবে, এটাই তো স্বাভাবিক। আমার সেখানে কী করার আছে? আর সেখানে গেলেই কি আমি পরীমনির বাসায় যেতে পারতাম?

‘আমি আগেই বলেছি, আমি পরিচ্ছন্ন জীবনযাপন করি। শুধু পরীমনি কেন, কারও ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ ও সময় আমার নেই।’

‘বিশ্বসুন্দরী’ সিনেমার পর নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় চিত্রনায়িকা পরীমনির কাজ করার কথা ছিল ‘অন্তরালে’ নামে ওয়েব সিরিজে।

এ বিভাগের আরো খবর