চিত্রনায়িকা পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে।
তাকে আটকের তথ্য সন্ধ্যা ৭টার দিকে নিউজবাংলাকে নিশ্চিত করেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। পরীমনিকে র্যাবের কার্যালয়ে নেয়ার জন্য একটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
পরীমনির বাসায় বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে অভিযান শুরু করে র্যাব। এর আগে ফেসবুকে লাইভে এসে পরীমনি অভিযোগ করেন, কে বা কারা তার বাসার দরজায় ধাক্কাধাক্কি করছে।
র্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চলছে। কমান্ডার খন্দকার আল মঈন নিউজবাংলাকে বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
একই তথ্য জানান বাহিনীটির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গেছে। তারা পরীমনির বাসায় অভিযান তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে এখনও কিছু পাওয়া গেছে কি না, সেটা বলতে পারছি না। অভিযান ও তল্লাশি চলমান।’