এই সময়ে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন নবাব সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান।
কিন্তু এ কী! নিজের নাক কেটে বাবা-মায়ের কাছে দুঃখ প্রকাশ করলেন সারা।
হ্যাঁ সত্যিই নাক কেটেছেন সারা। আর সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী।
ভিডিওতে দেখা গেল সারার নাকে ব্যান্ডেজ। ধীরে ধীরে ওই ব্যান্ডেজ সরাতেই প্রকাশ্যে এল রক্তাক্ত নাকের ক্ষত।
কিন্তু কী করে ঘটল এমন কাণ্ড? এহেন হাজারো প্রশ্নের বন্যা বইছে সারার পোস্টের কমেন্ট বক্সে।
কিন্তু সারা এই ভিডিওতে একবারও বলেননি কীভাবে নাক কেটেছে। বরং ব্যাপারটি নিয়ে রসিকতাই করলেন কেদারনাথ খ্যাত এই অভিনেত্রী।
ভিডিওটি পোস্ট করে সারা লিখেছেন, ‘দুঃখিত আম্মা-আব্বা, আমি নাক কেটে ফেললাম।’ রসিকতার ছলে নাক কাটানো অর্থাৎ সম্মানহানির কথাই বলেছেন অভিনেত্রী।
তবে এই ভিডিও দেখে বেজায় চিন্তিত অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। নিজের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়ে সারার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তারা।
বলিউড অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত
সম্প্রতিই আতরাঙ্গী রে সিনেমার শুটিং শেষ করেছেন সারা। এতে তাকে দেখা যাবে অক্ষয় কুমার ও দক্ষিণী তারকা ধনুষের সঙ্গে।