বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৌসুমীকে নিয়ে কবরে যেতে চান সানী

  •    
  • ২ আগস্ট, ২০২১ ২১:২৬

১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন মৌসুমী-সানী। ১৯৯৬ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে আছে।

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি মৌসুমী-ওমর সানী। রিল-রিয়েল, দুই জীবনেই পার্টনার তারা। পর্দায় যেভাবে সভার পছন্দের তারা, পর্দার বাইরের জীবনেও সকলের ভালোবাসার ও শ্রদ্ধার তারা।

সোমবার এই জুটির দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্ণ হলো। সকাল থেকেই আত্মীয়স্বজন, বন্ধু ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন তারা।

বিশেষ এ আনন্দের দিনটি কেক কেটে উদযাপন করেছেন মৌসুমী-সানী। এই দিনে সানীর প্রত্যাশা, সে ও মৌসুমী যেন কবর পর্যন্ত একসঙ্গে যেতে পারেন।

সানী ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে আল্লাহর হুকুমে, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে যেন থাকতে পারি। তার চেয়ে বড় আমাদের ভক্ত, আপনাদের দোয়াতে বাকি জীবন কবর পর্যন্ত যেতে পারি, দোয়া করবেন।’

১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত।

আনন্দের দিনটি কেক কেটে উদযাপন করেছেন মৌসুমী-সানী। ছবি: সংগৃহীত

১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন মৌসুমী-সানী।

১৯৯৬ সালের ২ আগস্ট তাদের বিয়ে হয়। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে আছে।

এ বিভাগের আরো খবর