সোমবার দুপুরে টুইটারে বিবৃতি দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তার স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি নির্মাণ ও পরিবেশনের অভিযোগে আছেন বিচারিক হেফাজতে।
রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের পর থেকেই মুম্বাই অপরাধ দমন শাখা এবং সংবাদমাধ্যমের নজরে শিল্পা। তিনি কী করছেন, কী বলছেন, আগে কী বলেছিলেন, পর্নো বানানোয় তার ভূমিকা কতটুকু- এমন সব প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী।
শুধু তাই নয়, নেটিজেনদের ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষের শিকার হতে হচ্ছে শিল্পাকে। তারই প্রতিবাদ জানাতে সংবাদমাধ্যম এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন তিনি।
শিল্পা লিখেছেন, ‘হ্যাঁ! গত কয়েক দিন খুব কঠিন ছিল আমার জন্য। তার ওপরে ভুয়া অভিযোগ, ভুয়া রটনা এবং অন্যায্য আক্রমণ সহ্য করে যাচ্ছি। শুধু আমি নই, আমার পরিবারও বিদ্রূপের শিকার হচ্ছে।’
এর পরেই তিনি বড় বড় অক্ষরে লিখেছেন, ‘আমি এখনও কোনো বিষয়ে প্রকাশ্যে কথা বলিনি। বলবও না।’
শিল্পা জানান, যেহেতু পর্নো নির্মাণ ও পরিবেশনের মামলা এখন আদালতে বিচারাধীন, তাই এই বিষয়ে তিনি চুপ থাকবেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যমকে অনুরোধ করে তিনি লেখেন, ‘তার মন্তব্য বলে যেন কোনো খবর প্রচার না করা হয়।’
ভারতের বিচার ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রেখে শিল্পা লেখেন, ‘এই মামলায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছেন তারা।’
নিজেকে সুনাগরিক হিসেবে চিহ্নিত করে শিল্পা লেখেন, ‘২৯ বছর ধরে পরিশ্রম করে এই জায়গায় এসেছি। মানুষ আমার ওপরে ভরসা রেখেছেন। তাদের আমি হতাশ করব না। কিন্তু সংবাদমাধ্যমের হেনস্তার শিকার হওয়াটা মেনে নেব না।’
দুই সন্তানের মা হিসেবে তিনি সকলকে অনুরোধ জানান, যতদিন পর্যন্ত এই মামলা বিচারাধীন, ততদিন তার সন্তানদের জন্য পরিবারের ব্যক্তিগত পরিসরে যেন প্রবেশ না করা হয়।
বিবৃতির শেষে তিনি লিখেন, ‘সত্যমেব জয়তে’ অর্থাৎ ‘সত্যের জয় হবে’।